পাত্র/পাত্রি বাছাইয়ের দৃষ্টিভঙ্গিঃ

বিয়ের ব্যপারে অন্যতম ভ্রান্ত দৃষ্টিভঙ্গি হলো অভিভাবকদের নিজেদের পছন্দের অগ্রাধিকার দেয়া। অনেক সময় তাদের পছন্দটা তারা ছেলেমেয়ের উপর চাপিয়ে দেন। কিন্তু এর পরিনতি নিয়ে ভাবেন না। এটা ভাবেন  না যে, জোর করে এই চাপানো সিদ্ধান্তের ফলে পরবর্তীতে বনিবনা না হলে বিচ্ছেদও ঘটতে পারে। 

বর/কনে পছন্দের ক্ষেত্রে আধুনিক অবিদ্যা হচ্ছে ডেটিং। বিয়ের আগে ছেলেমেয়ে একসাথে ঘোরাঘুরি করলে বোঝাপড়া ভাল হবে-

অনেকে এরকমটাই ভাবে। কিন্তু এর নেট ফলাফল কি? এটা আমরা দেখতে পাই ইউরোপ আমেরিকার কালচারের পরিণতিতে। আমেরিকাতে গত ৫০ বছরের ডেটিং এর রেজাল্ট হলো,৯০ এর দশকে ৭০% ডিভোর্স।
আবার অনেক অভিভাবক তার বখাটে ছেলের সাথে একটি ভালো মেয়েকে বিয়ে দিতে চান এ আশায় যে, এতে ছেলেটা ভালো হয়ে যাবে।কিন্ত সাধারনভাবে ছেলে তো ভাল হয়ই না,ওই মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। এ ধরণের অভিভাবকেরা অপরাধী হিসেবে পরিগনিত হয়।

SCAN TO VIEW

OUR OFFICES

FOR INFORMATION : 01618871043