স্বামীর বাসায় ফেরা-অত্যন্ত গুরুত্বপূর্ণ

যত বড় ব্যবসায়ী বা কর্মকর্তা হোক না কেন পার্টনার বা বন্ধুদের সাথে জরুরী কথা কাজ শেষ করে একজন স্বামী বা বাবার বাসায় ফিরতে প্রতিদিন কমপক্ষে কয়টা বাজা  উচিত?

এটা বলা খুব কঠিন। এটা কাজের ধরনের উপর নির্ভর করে।কার ব্যস্ততা কতটুকু। সেটা হতে পারে কাজের প্রয়োজনে, ব্যবসায়ীক বা সাংগঠনিক প্রয়োজন।অর্থাৎ কাজের প্রয়োজনে বাইরে থাকা আর শুধু আড্ডা দেয়ার জন্য বাইরে থাকায় এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আর আড্ডা দেওয়ার জন্য অবশ্যই বাইরে থাকা উচিত নয়। অবশ্য অনেক স্বামী বাসায় না গিয়ে বাইরে শুধু শুধু বসে থাকে। এরা আসলে মারাত্মক ভুল করে। ভুল পরবর্তীতে তাদের জীবনে অশান্তির ঝড় বয়ে আনে। অতএব এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

 

একটা মানুষের যখন সম্পর্ক আগে থেকেই থাকে সে কারণে আপনি হয়তো মেনে নিতে পারছেন না।
আসলে এই চিন্তাগুলো বিয়ের আগে করা উচিত, বিয়ে করার পরে এখন আপনি যা করছেন সেটা তো অপরাধ। আপনি আপনার স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত করছেন।

তাকে কষ্ট দিচ্ছেন না নিজে কষ্ট পাচ্ছে্ন। যত তাড়াতাড়ি অতীতকে ভুলে নতুন করে জীবন শুরু করতে পারেন ততো আপনার জন্যই মঙ্গল। আর স্বামীর সাথে থাকবেন কিনা সেটা তো আপনার সিদ্ধান্ত।

বোঝা যাচ্ছে যে স্বামীর প্রতি আপনার দুর্বলতা সৃষ্টি হয়েছে তা না হলে আপনার মনে হতো না যে আমার দ্বারা সে খুব কষ্ট পাচ্ছে।

অতএব বিয়ে যখন হয়ে গেছে নতুন করে প্রেম শুরু করুন স্বামীর সাথে।

 

স্বামীর কাছ থেকে আমি আলাদা আছি। আমি ওকে অনেক ভালবাসি। কিন্তু তিনি আমার কোন দায়িত্ব নিতে চাচ্ছেন না।
আমি এখন কি করবো?
 

বিয়েটা আসলে শুধু ভালোবাসা বাসির কোন ব্যাপার না। খুব নির্মম সত্য হচ্ছে এটা প্রয়োজনের ব্যাপার আপনার দায়িত্ব সে নিতে চাচ্ছে না তার মানে তো সে দায়িত্বশীল নয়। আপনি কিভাবে তার কাছে যাবেন?
 

ইসলামের দৃষ্টিতে বিয়ে মানে হচ্ছে স্বামীরা দায়িত্ব নেবে অর্থাৎ একজন পুরুষ প্রস্তাব করছে এবং একজন নারী যখন সম্মতি দিয়েছে তখন তো বিয়ে হচ্ছে।

নারী যদি কোন পর্যায়ে অসম্মত থাকে তাহলে এই বিয়ে হয় না।

সুপুরুষ বিয়ে করে দেন মোহর এবং নারীর ভরণপোষণের শর্তে। এখন স্বামী যদি আপনার দায়িত্ব না নিতে চায় তিনি শর্ত ভঙ্গ করেছেন।

আপনি তো জোর করে কারো ভালোবাসা বুঝতে পারেন না।
তাহলে যে দায়িত্ব নেয়, তাকে আপনি দেখেন।

অথবা আপনি স্বামীর দায়িত্ব নিয়ে নিন বলুন ঠিক আছে তোমার কিছু করতে হবে না যা করার আমি করব।

অর্থাৎ প্রত্যেকটা বিষয়ই কে দেখতে হবে আপনার নিজস্ব অবস্থার পরিপেক্ষিতে।।
যে আপনি কি করতে পারেন।

SCAN TO VIEW

OUR OFFICES

FOR INFORMATION : 01618871043