বিয়ের খরচঃ বনাম সঠিক দৃষ্টিভঙ্গি

আমার আত্মীয় পরিমণ্ডলে সম্প্রতি যে বিবাহ হয়েছে তা খুব ধুমধাম হয়েছে। এর মধ্যে দিয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, একটি বিয়ের জন্য একাধিক ব্যয়বহুল অনুষ্ঠান এবং খরচের প্রতিযোগিতা করাটা যেন বাধ্যতামূলক।

এনগেজমেন্ট:

আমি প্রত্যেকের মতামতকে শ্রদ্ধা করি। তবে এ ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত হল-এনগেজমেন্ট পুরোপুরি অর্থহীন একটি ব্যাপার।

মা-বাবার অমতে বিয়ে:

আমি একটি ছেলেকে পছন্দ ছেলেটি ভালো এবং শিক্ষিত পরিবারের সে সবসময় আমার বিপদে পাশে থেকে সাহস যুগিয়েছ।এদিকে বাবা-মা আমার সবকিছু।

বিয়ের সিদ্ধান্ত:

আসলে বিয়ে করাটা প্রত্যেক নর-নারীর নিজস্ব অধিকার।আর বিয়ে না করতে চাইলে বাবা-মা জোর করে বিয়ে দিতে পারে না।

বিয়ের মনছবি-যে ছবি মনের কথা বলে

বিয়ের ব্যাপারে সবসময়ই বাস্তবে পাত্র বা পাত্রীর খোঁজ খবর নিয়ে যাচাই করে দেখা উচিত,সে কতটা যুক্তিযুক্ত হবে। এক্ষেত্রে অন্ধের মত কখনো স্বপ্ন দেখা উচিত নয়।

বিয়ের সময় - দৃষ্টিভঙ্গি ও করণীয়

প্রাপ্তবয়স্ক একটি ছেলে বা মেয়ে জীবনের যে-কোন পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিতে পারে, যদি সে মনে করে বিয়ের জন্য শারিরীক,মানসিকভাবে সে প্রস্তুত এবং বিবাহিত জিবনের দায়িত্ব নেয়ার সামর্থ্য তার আছে।

SCAN TO VIEW

OUR OFFICES